সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চলমান বিরোধের বিষয়টি আদালতের রায়ের মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, “আইনের ৭ ধারা অনুযায়ী সীমানা নির্ধারণ নিয়ে মামলা গ্রহণযোগ্য নয়। তবে রিট করা জনগণের মৌলিক অধিকার। ইতোমধ্যে হাইকোর্টে এ বিষয়ে ১৮টি রিট হয়েছে। আদালতের সিদ্ধান্তের প্রতি কমিশনের পূর্ণ আস্থা রয়েছে।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ব্যালট পাঠানোর জন্য ঠিকানা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ে ডাকযোগে প্রেরিত খামে শুধু প্রতীকযুক্ত ব্যালট পেপার থাকবে, প্রার্থীর নাম নয়। ভোটাররা নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট পাঠিয়ে ভোট প্রদান করবেন। এ ক্ষেত্রে পেশাগত দায়িত্বে যারা ভোট দিতে পারেন না, তারাও প্রবাসীদের মতো নিবন্ধনের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি নির্বাচন ইস্যুতে আলোচনা করতে আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :