ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত, শোকের ছায়া গ্রামে

কালের সমাজ | আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৪২ পিএম লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত, শোকের ছায়া গ্রামে

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন ঢালী (২২) লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন। তিনি কালাম ঢালীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে দালালের মাধ্যমে ইউরোপে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে জীবন ঢালী লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি। খবরটি দেশে ফোনে নিশ্চিত করেছেন লিবিয়ায় থাকা তার সফরসঙ্গীরা।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, জীবন ছিল পরিবারের একমাত্র ভরসা। তার মৃত্যুতে মা-বাবা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন, শোকের ছায়া নেমেছে পুরো গ্রামে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দেশের নানা এলাকার যুবকরা দালালের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দাবী করেছেন, দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং নিহতের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হোক।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!