ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি

কালের সমাজ | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৩৮ পিএম প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি এবং দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরা প্রাইম ব্যাংকের মাধ্যমে আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক পেরোল সেবার সুবিধা পাবেন। এ সহযোগিতা শুধু কর্মীদের ব্যাংকিং সেবা সহজ করবে না, ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও কৌশলগত অংশীদারিত্বের পথও উন্মুক্ত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর জাকারিয়া আহাদ।

এ সময় প্রাইম ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশনস মামুর আহমেদ, হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং রিলেশনশিপ অফিসার ধীমান বর্মন। অন্যদিকে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইদুল আমিন, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি আব্দুল্লাহ আল-মানসুর, ইভিপি ও হেড অব এইচআর মো. গাজিউর রহমান বখতিয়ার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার শাখাওয়াত হোসেন এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আলিমা আক্তার খানমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!