ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

কয়রায় পানি কমিটির সভা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:২০ পিএম কয়রায় পানি কমিটির সভা অনুষ্ঠিত

খুলনার কয়রায় উপজেলা পর্যায়ে বহুপক্ষীয় অংশীদারদের নিয়ে পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা মানবকল্যাণ ইউনিট কার্যালয়ে এই সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা উত্তরন। এতে সহযোগিতা করে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেটর বাংলাদেশ।

উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় সভায় মূলত কয়রার মহারাজপুর, মহেশ্বরীপুর, দক্ষিণ বেদকাশী ও উত্তর বেদকাশী এলাকার জলাবদ্ধতা সমস্যার উপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় খালের নেট-পাটা অপসারণের জোর দাবি জানান স্থানীয়রা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরনের এক্সেস প্রকল্পের কো-অর্ডিনেটর মো. ফয়সাল মন্ডল। সভায় আরও বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, মো. কামাল হোসেন, আব্দুর রউফ, মো. গোলাম রব্বানী, এইচ এম লিটন, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, সমাজসেবক আনোয়ার হোসেন, গাজী সিরাজুল ইসলাম, ডা. নুর ইসলাম খোকন, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, মো. আসলাম চৌধুরী, ইউপি সদস্য মহষিশ সরদার, মোল্যা মনিরুজ্জামান ও চঞ্চল মন্ডলসহ অনেকে।

সভায় পানি কমিটির সদস্য ছাড়াও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!