ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

রাকসু ও চাকসু নির্বাচন সুষ্ঠু হবে, নিরাপত্তা বিষয়ে উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৫ পিএম রাকসু ও চাকসু নির্বাচন সুষ্ঠু হবে, নিরাপত্তা বিষয়ে উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্বেগ নেই বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, “জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে, হাতে গণনার কারণে সময় বেশি লাগে। তাই রাকসু ও চাকসু নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ফলাফল গণনার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা পরবর্তী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কাজে লাগবে। পাশাপাশি এই ভোটের অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় নির্বাচনে সহায়ক হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারও বলেন, “রাকসু ও চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আশাকরি ভালো ও সুষ্ঠু নির্বাচন হবে।”

কালের সমাজ // র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!