ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কালের সমাজ | রাজশাহী প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:২৭ পিএম রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় রুবেল আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টার দিকে নাটোর সদর থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রুবেল নাটোর জেলার লালপুর থানার চকশোভ হঠাৎপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার আসামি রুবেল আলী ও নারী একই এলাকার বাসিন্দা। সেই সুবাদে রুবেল ওই নারীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই নারী হিন্দু সম্প্রদয়ের হওয়ার কারণে তিনি রুবেলের কথায় রাজি হননি। পরে তাকে বিয়ের প্রলোভন দেয় রুবেল। এতে ওই নারী রাজি হয়।

পরে রুবেল ওই নারীকে নিয়ে গত ২ মাস পূর্বে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে স্বামী ও স্ত্রী হিসেবে সেখানে থাকেন। ভাড়াটিয়া হয়ে বাসায় ওঠার পর থেকে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে রুবেল। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর সকাল ৫টার দিকে ফের বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রুবেল। পরবর্তীতে ওই নারী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় রুবেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ঘটনার ছাঁয়া তদন্ত শুরু করে। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৫ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রুবেলকে নাটোর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!