ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

আলোচনা চলাকালীন কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ: মির্জা ফখরুল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৭:৩৭ পিএম আলোচনা চলাকালীন কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আলোচনার মাঝেই রাজপথে কর্মসূচি ঘোষণা করা অহেতুক চাপ তৈরি করে এবং এটি গণতন্ত্রের জন্য অশুভ। তিনি মনে করিয়েছেন, রাজপথে নামলেই সমস্যার সমাধান হবে না; সমস্যার স্থায়ী সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি কোনো ইস্যুতেই আন্দোলনে যায়নি। সমস্যা সমাধানের একমাত্র পথ হলো সংলাপ।” পাশাপাশি, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলেও জানান তিনি।

জাতিসংঘের আসন্ন অধিবেশনে যোগদানের প্রসঙ্গও তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এজেন্ডা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একতাবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!