পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে ১৫ জন নির্বাচিত হয়েছেন। পাশাপাশি অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্সে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তিনি বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আন্তরিকভাবে কাজ করেছেন তাদের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টা ও শতভাগ স্বচ্ছতার ফলে একটি সুন্দর ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, এ নিয়োগ প্রক্রিয়ায় শুরুতে ৯৫৫ জন প্রার্থী আবেদন করেছিলেন। বাছাই প্রক্রিয়া শেষে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান ১৭৩ জন। এর মধ্যে উত্তীর্ণ ২৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষে ১৫ জনকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং রাজারবাগ পুলিশ লাইন্সে প্যাথলজিক্যাল টেস্ট সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :