ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, আক্রান্ত ছাড়াল ৪০ হাজার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:২৩ পিএম ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, আক্রান্ত ছাড়াল ৪০ হাজার

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৭ জন রোগী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ২৪১ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০২ জন, চট্টগ্রামে ৯৬ জন, রাজশাহীতে ৩৮ জন, খুলনায় ৩৭ জন এবং ময়মনসিংহে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬ জন পুরুষ এবং ৮১ জন নারী। এ ছাড়া এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৬১ জন রোগী।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!