ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৪৩ পিএম ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুশৃঙ্খল ও কার্যকর করতে সরকারি হাসপাতালগুলোকে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাসপাতালে অবিলম্বে আলাদা ডেঙ্গু ওয়ার্ড গড়ে তুলতে হবে এবং বিশেষায়িত চিকিৎসক টিম নিয়োগ দিতে হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী—

  • ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ টেস্ট, জরুরি চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করতে হবে।

  • রোগীদের আলাদা ওয়ার্ডে রাখা এবং প্রয়োজনে আইসিইউ-তে অগ্রাধিকার দিতে হবে।

  • চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের বিশেষ দায়িত্ব নির্ধারণ করতে হবে।

  • মেডিসিন, শিশু বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে বোর্ড গঠন করে সেই বোর্ডের অধীনে চিকিৎসা পরিচালনা করতে হবে।

  • বহির্বিভাগে আসা সন্দেহভাজন রোগীদের জন্যও আলাদা কক্ষ নির্ধারণ করতে হবে।

এছাড়া হাসপাতাল এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি করপোরেশন বা পৌরসভার সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি শনিবার সকাল ১০টায় হাসপাতাল পরিচালক, তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের নেতৃত্বে ডেঙ্গু সমন্বয় সভা করার কথাও বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে চিকিৎসার মান উন্নত হবে, রোগী ও পরিবারের ঝুঁকি কমবে এবং মৃত্যুহারও হ্রাস পেতে পারে।

উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমে ডেঙ্গু বাংলাদেশের জন্য বড় স্বাস্থ্য সংকট হয়ে দাঁড়ায়। চলতি বছর ইতোমধ্যেই রাজধানীসহ বিভিন্ন শহরে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও এখনো হাসপাতালে ভিড় তুলনামূলক কম, তবে সঠিক চিকিৎসা ও সতর্কতা ছাড়া পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!