ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮৬

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:২৩ পিএম ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজন ময়মনসিংহ বিভাগে এবং আরেকজন রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ১৪৫ জনে। আর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ৬৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১ হাজার ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!