সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এসেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের দৈনিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নবম গ্রেড ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তারা প্রশিক্ষণকেন্দ্রে অবস্থানকালে প্রতিদিন ৮০০ টাকা এবং মাঠ সংযুক্ত প্রশিক্ষণে দৈনিক ১,০০০ টাকা ভাতা পাবেন। অন্যদিকে দশম গ্রেড ও এর নিচের গ্রেডের কর্মকর্তাদের জন্য এই ভাতা যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এ ভাতার জন্য বাড়তি কোনো বাজেট বরাদ্দ দেওয়া হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব বাজেট থেকেই এ খরচ মেটাতে হবে। পাশাপাশি আর্থিক অনিয়ম হলে দায়ভার বহন করতে হবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে জারি হওয়া এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :