ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

টেকনাফের পাহাড়ে অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কালের সমাজ | কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:২০ এএম টেকনাফের পাহাড়ে অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে পাহাড়ি আস্তানায় আটক নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তাদের মুক্ত করা হয়। পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় তাদের বন্দি করে রাখা হয়েছিল।

উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে কোস্ট গার্ড।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!