ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ হবে

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০২:২৩ পিএম ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, খসড়া ভোটার তালিকা ১ নভেম্বর প্রকাশ করা হবে। এ সময় জনগণ আপত্তি, দাবি ও সুপারিশ করতে পারবেন। পরবর্তী পর্যায়ে ১৭ নভেম্বরের মধ্যে সব আপত্তি ও সংশোধন নিষ্পত্তি করার পর চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!