ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন আহমদ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:১৫ পিএম পিআর পদ্ধতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের রাজনৈতিক সংকট সমাধান হতে পারে আলোচনার টেবিলেই। তবে নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আয়োজিত “মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন” শীর্ষক তরুণদের সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ছাত্রদের সরকারবিরোধী অবস্থান নিতে আহ্বান জানালেই হবে না, তাদের ভেতরেও পরিবর্তনের তাগিদ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি সংবিধানে কীভাবে প্রতিফলিত হবে, সে বিষয়ে বিচার বিভাগের স্পষ্ট অবস্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংলাপে অংশ নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “সরকারে সব দলের প্রতিনিধিত্ব থাকলেও ব্যর্থতার দায়ভার চাপানো হয় শুধু এনসিপির ওপর। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য শক্তি দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরও শক্তি পাবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!