ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

আজ মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা

কালের সমাজ | স্পোর্ট রিপোর্টার সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০১ পিএম আজ মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা

এশিয়া কাপ সুপার ফোরের লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারের পরও সুপার ফোরে খেলা নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছিল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে। আফগানরা হেরে গেলে কেবল সুপার ফোরে জায়গা পেত টাইগাররা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আফগানিস্তানকে ৬ উইকেটে হারালে নিশ্চিত হয় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে ওঠা।

সুপার ফোরে টিকে থাকতে প্রথম ম্যাচেই জয় ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কিছু সাফল্যও আছে লিটন দাসদের। মাত্র দুই মাস আগে লঙ্কানদের মাঠে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে এশিয়া কাপে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে।

সংখ্যার ভাষায় অবশ্য এগিয়ে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দুই দলের লড়াই হয়েছে ২১ বার—এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি, আর লঙ্কানদের জয় ১৩টিতে। এশিয়া কাপে মুখোমুখি হয়েছে ১৮ বার, যেখানে শ্রীলঙ্কা জিতেছে ১৫টি ম্যাচে, আর বাংলাদেশ জিতেছে মাত্র ৩টিতে। তবে এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনবার মুখোমুখি হয়ে লঙ্কানরা জিতেছে দুবার, আর একবার জয় পেয়েছে টাইগাররা।

এবারের সুপার ফোরে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে দুবাইয়ের উইকেট। গ্রুপ পর্বে লিটন-জাকেররা খেলেছে আবুধাবির ধীরগতির উইকেটে, আর সুপার ফোরে তাদের খেলতে হবে স্পোর্টিং উইকেটে। এই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে ইতিবাচক ফলাফল প্রত্যাশা করা যায় টাইগারদের কাছ থেকে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!