সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনপ্রিয় নেতা মির্জা মোস্তফা জামান শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রোগী দেখতে যান। এ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন অসুস্থ রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন।
মির্জা মোস্তফা জামান চিকিৎসাধীন রোগীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি রোগীদের চিকিৎসা সেবা সঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন এবং হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব। চিকিৎসাধীন রোগীরা যেন ভালোভাবে সেবা পান, সে বিষয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।”
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা রোগীদের খাবার ও ওষুধ সরবরাহে সহযোগিতা করেন।
স্থানীয় সাধারণ মানুষ মির্জা মোস্তফা জামানের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের কর্মকাণ্ডকে অনুকরণীয় বলে মন্তব্য করেছেন।
কালের সমাজ / রা. হ./ সা এ
আপনার মতামত লিখুন :