ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

পিরোজপুর জেলা বিএনপিতে নতুন আহবায়ক কমিটি, ৩১ দফা বাস্তবায়নে কাজের প্রতিশ্রুতি

জেলা প্রতিনিধি, পিরোজপুর | সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:১৫ পিএম পিরোজপুর জেলা বিএনপিতে নতুন আহবায়ক কমিটি, ৩১ দফা বাস্তবায়নে কাজের প্রতিশ্রুতি

পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। ঘোষিত কমিটিতে জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম খান, আর সদস্য সচিব হয়েছেন সাইদুল ইসলাম কিসমত।

রবিবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলে বিরোধ সৃষ্টি হলে ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর জেলা বিএনপির পূর্ববর্তী আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়।

আজ ঘোষিত আংশিক কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব ছাড়াও ১নং যুগ্ম আহবায়ক হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান এবং একমাত্র সদস্য হিসেবে সদ্য সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন-এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সাংগঠনিক সংকট কেটে গিয়ে জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা সকল নেতাকর্মীকে সাথে নিয়ে একত্রে কাজ করবেন এবং আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করবেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!