ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সংবিধান ও আরপিওতে নেই পিআর পদ্ধতি, আইন পরিবর্তনের ক্ষমতাও নির্বাচন কমিশনারদের নেই

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:১৭ পিএম সংবিধান ও আরপিওতে নেই পিআর পদ্ধতি, আইন পরিবর্তনের ক্ষমতাও নির্বাচন কমিশনারদের নেই

দেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি অন্তর্ভুক্ত না থাকায় নির্বাচন কমিশন (ইসি) পিআর চালু করার জন্য আইন পরিবর্তনের ক্ষমতা রাখে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই বিষয়টি স্পষ্ট করেছেন।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমাদের প্রচলিত নির্বাচনী পদ্ধতিতে পিআর নেই। আমরা আইন বদলাতে পারি না। আরপিওতে যদি পিআর পদ্ধতি চালু করতে চাই, তাহলে প্রথমে সংশ্লিষ্ট আইন পরিবর্তন করতে হবে। এবং সেই সঙ্গে সংবিধান সংশোধনের বিষয়টিও বিবেচনা করতে হবে।”

তিনি আরও বলেন, “সংবিধান পরিবর্তনের কথা উঠলেই তা নিয়ে রাজনৈতিক সমালোচনা হবে, তাই নির্বাচন কমিশনকে সরাসরি ক্ষমতা নেই।”

সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, বিষয়টি নিয়ে যেন তারা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছায়। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ফয়সালা বা সমাধান বের করুক। তারা বুঝবে, আমাদের পক্ষে সম্ভব কি না। যদি পিআর পদ্ধতি চাই, তবে সেটি বাস্তবায়নের জন্য আইনগত প্রক্রিয়া ও সংবিধান সংশোধনের প্রয়োজন।”

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!