রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ নির্ধারণের দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বেলা ৩টা ৩০ মিনিটে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি চার দফা মূল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, রাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করতে হবে এবং বিভিন্ন পক্ষ ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বা বানচালের চেষ্টা করতে পারে। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পোষ্যকোটা নিয়ে ক্যাম্পাসে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা সংশোধনের জন্য সিন্ডিকেট মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন প্রভাবমুক্ত রাখতে বহিরাগত প্রবেশ বন্ধ রাখা, ভোট গণনা সুষ্ঠুভাবে করা এবং ভোটের দিনই ফলাফল ঘোষণা করা আবশ্যক।
এর আগে দুপুরে দুর্গাপূজার পর শাখা ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ও ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন চেয়েছে। এছাড়া গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, সার্বজনীন শিক্ষার্থী সংসদ, সচেতন শিক্ষার্থী সমাজ এবং রাকসু ফর র্যাডিকেল চেঞ্জসহ অর্ধশত স্বতন্ত্র পদপ্রার্থীও সুষ্ঠু পরিবেশে একই দিনে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া রক্ষা করতে সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন শিক্ষার্থীরা।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :