ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি | সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:০৯ পিএম খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে, যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম এ আদেশ জারি করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় জননিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহল জোরদার করেছে।

১৪৪ ধারা বলবৎ থাকায় খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চারজন বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ, মাইক ব্যবহার ও অস্ত্র বহনসহ যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!