ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

কয়রায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:৪৪ পিএম কয়রায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

খুলনার কয়রায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে উপজেলা পানি কমিটি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পানি কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এবং উত্তরণের এক্সসেস প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন। সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক অধ্যাপক এ বি এম আব্দুল মালেক, পানি কমিটির সহসভাপতি এম আনোয়ার হোসেন, ডা. নুর ইসলাম খোকন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম এবং পানি কমিটির সদস্য আবু হাসান। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরণের এক্সসেস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফয়সাল মন্ডলসহ পানি কমিটির নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট একটি স্বারকলিপি জমা দেন, যেখানে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!