আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। দ্বীপটি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সচিব নাসরীন জাহান জানান, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। তবে প্রথম দুই মাসে (নভেম্বর ও ডিসেম্বর) শুধু দিনে গিয়ে দিনে ফিরতে হবে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি থাকবে।
এসময় বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেন, “পর্যটন শিল্পের উন্নয়নে নীতিমালা প্রণয়ন চলছে। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই খাত আরও এগিয়ে যাবে।”
তিনি আরও জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য কাজ চলছে। ইতোমধ্যে এ প্রকল্পে ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সঠিক সময়ে এটি চালু করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :