নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাটে দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনি ও ট্রাফিক পুলিশ বক্সের অভাবে প্রতিদিন হাজার হাজার যাত্রী, চালক ও হেলপার চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে জানা গেছে, মান্দা ফেরিঘাট রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং হাজার হাজার যাত্রী চলাচল করেন। বর্তমানে সড়কে চারমাথা গোলচত্তর নির্মাণের জন্য নানা রকম সরঞ্জামের একটা স্তুপ দেখা যায়। কাজ চলমান। ইতিমধ্যে আন্ডারপাস সড়কে পথ চলাচলের জন্য একটি কার্লভাট নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
ফেরিঘাটে সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধ দখল মুক্ত করতে অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ করে সড়ক ৮০ ফুট প্রশস্তসহ ৪০ ফুট ছোট কার্লভাটটি বড় কার্লভাটে রূপান্তরিত করা হয়েছে।
এর আগে গত ২০১৮ সালের দিকে নওগা-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফোরলেন সড়ক প্রশস্ত করার প্রয়োজনে ফেরিঘাট এলাকার আগের যাত্রী ছাউনীটি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সড়ক প্রশস্ত করা হলেও এখন পর্যন্ত কোন যাত্রী ছাউনি নির্মাণের কোন উদ্যোগ জেলা পরিষদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। এতে সড়কে চলাচলকারী জনসাধারণের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ বছর আবার প্রায় গত ছয়মাস ধরেই ব্যাপক গরম ও মাঝে মাঝেই বৃষ্টিপাত হচ্ছে । হঠাৎ বৃষ্টি ও প্রচণ্ড রোদে জনদুর্ভোগ চরমে উঠেছে। সেখানে দ্রুত যাত্রী ছাউনী নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :