ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:৩৮ পিএম বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছে, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে—এই প্রার্থনা করি।”

ইউনূস দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব, যার মূল তাৎপর্য হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের মিলনস্থল। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় ‘আমরা বাংলাদেশি’। এবারের দুর্গোৎসবও নির্বিঘ্নে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, শান্তি, মৈত্রী ও সাম্য সব ধর্মের মূল শিক্ষা। তাই পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তির পরিবেশ গড়ে তুলতে হবে।


কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!