ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ঘোড়াঘাট ওসমানপুরে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট, পথচারী ও যান চলাচলে ভোগান্তি

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৩১ পিএম ঘোড়াঘাট ওসমানপুরে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট, পথচারী ও যান চলাচলে ভোগান্তি

ঘোড়াঘাট (দিনাজপুর) — ওসমানপুর বাজারে সড়কের দু’পাশে প্রায় পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাজারের তিন মাথা মোড় ও দারুল কুরআন কওমি মাদ্রাসা পর্যন্ত রাস্তা ও ফুটপাত জুড়ে খাবার হোটেল, কাঁচামাল-সবজি দোকানসহ বিভিন্ন দোকান বসেছে।

বিশেষ করে মাছ ব্যবসায়ীরা বাজারের গুরুত্বপূর্ণ তিন মাথা মোড়ে রাস্তা দখল করে ছোট-বড় হাঁড়ি-পাতিল বসিয়ে বিক্রি করছেন। এতে রাস্তার পাশের ড্রেনও বন্ধ হয়ে গেছে, ভোগান্তি হচ্ছে পথচারী ও যান চলাচলের। অবৈধ দোকানপাট ও পার্কিং করা যানবাহনের কারণে সড়ক সংকুচিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অনেকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও, কিছুদিনের মধ্যেই দোকানপাট পুনরায় দখল করছে। ব্যবসায়ীরা বলেন, বাজারের ভেতরে ব্যবসা কম হওয়ায় তারা রাস্তা ও ফুটপাতে দোকান বসাচ্ছেন। অভিযোগ আছে, রাজনৈতিক ও স্থানীয় নেতাকর্মীরা এসব অবৈধ দোকানপাটের সুবিধা নিচ্ছেন।

ওসমানপুর হাট বাজারের ইজারাদার বাবুল হোসেন জানিয়েছেন, বহুবার দোকানদারদের সরে যেতে বললেও তা মানা হচ্ছে না।

ফুটপাত দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের উদ্যোগ না নেওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়ছেন।

 

কালের সমাজ /সা  ই/সাএ

 

Side banner
Link copied!