বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে এটিকে মিলনমেলা ও সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় খুলনার রূপসা উপজেলার কাজদিয়ায় বি আরডিবি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলাল বলেন, “অসত্যের বিরুদ্ধে সত্যের জয় এই মূলনীতিকে ধারণ করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে হবে।” তিনি উল্লেখ করেন, দুর্গোৎসব আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ, তাই সবার উচিত গ্রহণযোগ্য ভাষায় সম্ভাষণ জানিয়ে মিলনমেলায় অংশগ্রহণ করা।
বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের শক্ত ভূমিকার ওপর জোর দিয়ে হেলাল বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক কর্মীদেরও আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনের ওপর নির্ভর করতে হবে।
স্থানীয় ধর্মীয় সম্পদ ও মন্দির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় যতগুলো মন্দির রয়েছে এবং এসব মন্দিরের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বিএনপি সহযোগিতা করবে। একই সঙ্গে একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণের প্রস্তাবও তিনি তুলে ধরেন।
মানবিক ও নৈতিক উন্নয়নে ধর্মীয় দর্শনের গুরুত্ব উল্লেখ করে হেলাল বলেন, ধর্মগ্রন্থ মানুষকে চুরি, মিথ্যা ও অসৎ কাজ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। তাই ধর্মীয় চর্চা সমাজের নৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। তিনি দুর্গাপূজাকে জাতীয় উৎসবে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, “কলকাতার বৃহৎ দুর্গোৎসবের মতো আমাদের উৎসবও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ—এটি সংরক্ষণ ও মর্যাদায়ন করা প্রয়োজন।”
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা,রূপসা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু বিকাশ মিত্র ও আর্য ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক সমর কুন্ডু।
স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন ও উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন কুমার দাস।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, মোল্লা সাইফুল রহমান, মোল্লা রিয়াজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
আজিজুল বারী হেলাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অগ্রিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :