ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:২৬ পিএম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, উড়িষ্যা-অন্ধ্র উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বাড়ছে।

ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।


কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!