ভারতের বিপক্ষে গতকালের পরাজয়ের পর আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য এক ধরনের ‘অঘোষিত সেমিফাইনাল’। একইভাবে এই ম্যাচ পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ। দুবাইয়ে যে দল জিতবে, তারাই ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।
আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। তবে পাঁজোর চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস আজও একাদশে নেই।
বাংলাদেশ আজ তিনটি পরিবর্তন এনেছে। তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুমকে একাদশ থেকে বাদ দিয়ে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ। অন্যদিকে পাকিস্তান আগের একাদশেই মাঠে নামছে।
বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
এই ম্যাচে দুদলের জন্যই কোনো রুম নেই; জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :