ফুটবল ক্যারিয়ারের নানা উত্থান–পতনের পর অবশেষে সোনালি অধ্যায় রচনা করলেন উসমান দেম্বেলে। ২০২৪–২৫ মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার জিতে নিয়েছেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দু শাতেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অরের ৬৯তম আসর। সেখানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়োর হাত থেকে ট্রফি গ্রহণ করেন ২৮ বছর বয়সী দেম্বেলে।
২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিয়েই বিশ্বব্যাপী আলোচনায় আসেন তিনি। তবে চোট, অনিয়মিত পারফরম্যান্স ও শৃঙ্খলাজনিত প্রশ্নে ক্যারিয়ার বারবার ভেঙে পড়েছিল। অনেকের মনে সংশয় ছিল—আসলে কি সেই প্রতিভাধর ফরাসি ফরোয়ার্ড প্রত্যাশার উচ্চতায় পৌঁছাতে পারবেন? অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার পর সেই প্রশ্নের উত্তর মিলল সোনালি ট্রফির ঝলকে।
গত মৌসুমে দেম্বেলের নৈপুণ্যে প্যারিস সেন্ট জার্মেইন একসঙ্গে তিনটি শিরোপা ঘরে তোলে—লীগ ওয়ান, কুপ দে ফ্রান্স ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। দল পৌঁছে যায় ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ব্যক্তিগত অবদান ছিল ৩৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট। মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ছিলেন ইউরোপের সবচেয়ে ধারাবাহিক ও ভয়ংকর ফরোয়ার্ডদের একজন।
এই অর্জনে তিনি পিছনে ফেলেছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, এবং বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ও রাফিনহাকে।
পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত দেম্বেলে পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি বলেন, ক্যারিয়ারের প্রতিটি ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি যেন আজকের এই মুহূর্ত।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :