দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ফাইনালে রোমাঞ্চ আরও বাড়িয়েছে।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এছাড়া গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আর্শদীপ সিং ও হার্শিত রানা। দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহ, রিঙ্কু সিং ও শিবম দুবে।
অপরদিকে পাকিস্তান একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে।
পাকিস্তান একাদশ:
শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
ভারত একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :