ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ঘোড়াঘাটে পুলিশ সদস্যের মৃত্যু

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি, দিনাজপুর | সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:৫৪ পিএম দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ঘোড়াঘাটে পুলিশ সদস্যের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ সরকারি নথি বিতরণের দায়িত্বে হাকিমপুর সার্কেল অফিসে যান মিজানুর রহমান। পরে ডুগডুগি বাজার এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে থানা পুলিশের জরুরি মোবাইল টিম তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে ইসিজি ও অন্যান্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত এবং তার তিনটি ধমনীতে ব্লক ধরা পড়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

এক বছর পর মিজানুর রহমানের অবসরে যাওয়ার কথা ছিল। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কুলোরগাহা মাষ্টারপাড়া গ্রামে। ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন তিনি। কর্মজীবনে সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রোববার আসরের পর জানাজা শেষে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!