ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

কয়রায় খাস পুকুর ও পিএসএফে প্রবেশাধিকার নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৩৯ পিএম কয়রায় খাস পুকুর ও পিএসএফে প্রবেশাধিকার নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন

“পানি জনগণের মৌলিক অধিকার” — এ স্লোগানকে সামনে রেখে কয়রায় খাস পুকুর ও পিএসএফে (পন্ড স্যান্ড ফিল্টার) প্রবেশাধিকার বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কয়রা মানব কল্যাণ ইউনিটের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এবং ডরপের আয়োজনে এতে সিএসও ও সিবিও প্রতিনিধিরা অংশ নেন।

ডরপের উপজেলা বাজেট মনিটরিং কমিটির সহসভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রিয়াছাদ আলী, ডরপের উপজেলা কো-অর্ডিনেটর মো. শরিফুল আলম তুহিন, সাংবাদিক ফরহাদ হোসেন, ডরপের ফিল্ড অফিসার মশিউর রহমানসহ সিএসও সদস্য মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান, আলিমুজ্জামান, রওশনারা খাতুন, আছিয়া ও স্বপ্না মণ্ডল প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা খাস পুকুর ও পিএসএফের বরাদ্দ প্রক্রিয়া, ইউনিয়নভিত্তিক তালিকা প্রস্তুত, কমিটি গঠন এবং জনগণকে সম্পৃক্ত করার কৌশল নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পিটিশন দাখিল, মানববন্ধন আয়োজন ও সরকারি দপ্তরের সঙ্গে সংলাপের মতো অ্যাডভোকেসি কৌশল নিয়েও মতবিনিময় হয়।

গ্রুপ ওয়ার্ক ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন। বক্তারা বলেন, খাস পুকুর ও পিএসএফের বরাদ্দ নিশ্চিত হলে স্থানীয় জনগণ নিরাপদ পানির নিশ্চয়তা পাবে এবং পানি সংকট মোকাবেলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালার শেষে ইউনিয়নভিত্তিক কর্মপরিকল্পনাও প্রণয়ন ও উপস্থাপন করা হয়।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!