ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ঢাকায় ৮৯টি মন্দির অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:২০ পিএম ঢাকায় ৮৯টি মন্দির অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরের ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

কমিশনার জানান, এ বছর মহানগরে ২৫৪টি মণ্ডপে দুর্গা পূজা উদযাপিত হবে। মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি সেশনে ১১ থেকে ৫০ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকবেন। মোট ২২০০ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকবেন। এছাড়া, বিসর্জনের সময় ২৪০০ জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদা পোশাকে নিরাপত্তা তদারকি করবেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনীও নিরাপত্তায় যুক্ত থাকবেন। যানজট নিয়ন্ত্রণের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হবে এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা থাকবে না।

দুষ্কৃতিকারীদের কার্যক্রম প্রতিরোধে সাইবার পেট্রোলিং টিমও মোতায়েন করা হবে। এছাড়া, পূজা মণ্ডপ খালি না রাখার জন্য পূজা উদযাপন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে কমপক্ষে দুই জন কমিটি সদস্য নিরাপত্তা তদারকিতে দায়িত্ব পালন করবেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!