শারদীয় দুর্গাপূজায় সারাদেশের প্রায় ৩২ হাজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশ, আনসার বাহিনী ও পূজা উদযাপন কমিটি সমন্বিতভাবে কাজ করছে। এরই মধ্যে অল্প কিছু এলাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পর্যন্ত যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা মূলত সাধারণ অপরাধ, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধ থেকে সৃষ্ট। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নয়টি ঘটনার মধ্যে তিনটিতে জিডি, ছয়টিতে মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন এবং তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সদর দপ্তর জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা ও দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :