ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজা শান্তিপূর্ণ হবে, গুজব ছড়ানোকে কেন্দ্র করে সতর্ক স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:৩১ পিএম দুর্গাপূজা শান্তিপূর্ণ হবে, গুজব ছড়ানোকে কেন্দ্র করে সতর্ক স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। তবে তিনি সতর্ক করেছেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকে। তাই জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি।”

উপদেষ্টা জানান, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য, পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়া বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবে।

তিনি আরও বলেন, মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে বহু স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পূজার সময় যদি কেউ গুজব ছড়ায় বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীন নির্দেশ দিয়েছেন।

এ সময় তিনি খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতেও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!