ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী, বিলাসবহুল গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:২৫ পিএম হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী, বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখা হয়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, “দুপুর থেকে হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এ বিষয়ে আমাদের কাছে আর কোনো বিস্তারিত তথ্য নেই।”

অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্র জানায়, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষে থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনে পাওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো রয়েছে। তবে ভবনের ম্যানেজার গাড়িগুলোর সঠিক তথ্য দিতে পারেননি।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!