বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে সোনারগাঁয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আয়োজন করে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, যেখানে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ট্যুরিজম এবং টেকসই উন্নয়নে পর্যটন’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নন, আর প্রধান বক্তৃতা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ সাংগঠনিক সদস্য শামীম আহমেদ, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর, সাঈদ, ফরিদ এবং পৌর যুবদল নেতা কবির হোসেন।
প্রধান অতিথি ও বক্তারা সোনারগাঁয়ের পর্যটন সম্ভাবনার দিকে গুরুত্বারোপ করেন। তাদের বক্তব্যে বলা হয়, ঐতিহাসিক পানাম নগর, সোনারগাঁ যাদুঘর, প্রকৃতি এবং মেঘনা নদী কেন্দ্রিক আকর্ষণগুলো সোনারগাঁকে পর্যটনের জন্য বিশেষ স্থান করে তুলেছে। নদীভ্রমণ ও পর্যটন সুবিধার উন্নয়ন করে এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক সভাপতি শামীম হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, সামির সরকার সবুজ, মোক্তার হোসেনসহ অন্যান্যরা।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :