বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় একটি ইসলামী দল নিজেদের রাজনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার দাবি, জামায়াতে ইসলামী কোনো স্বাধীন দল নয়; বরং বিদেশি এক রাজনৈতিক দলের শাখা হিসেবেই তারা কার্যক্রম চালায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “বিএনপির পরিচয় বাংলাদেশের মানুষ। আমাদের কোনো কিছুর পরিবর্তনের প্রয়োজন নেই।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, বড় কোনো উৎসব সবসময়ই সমাজের সবার মধ্যে মিলন ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। উৎসব বিভাজন নয়, বরং ঐক্যের প্রতীক।
তিনি মন্তব্য করেন, ধর্ম ভিন্ন হলেও জাতিসত্ত্বা এক—এই মাটির সন্তান রবীন্দ্রনাথ, নজরুল, লালন সবার জন্যই সমানভাবে প্রেরণার উৎস। শেখ হাসিনা রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করেছিলেন, তবে বাংলাদেশের মূল সৌন্দর্য হলো—সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে দুর্গাপূজার সময় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে দীর্ঘদিনের মদদ রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের এক ইঞ্চি জমির প্রতিও যদি কেউ কু-নজর দেয়, তবে তার চোখ উপড়ে ফেলা হবে।”
রিজভীর ভাষায়, বাংলাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো বিভাজন নেই। আমাদের খাবার, পোশাক, সংস্কৃতি ও চিন্তাভাবনা সবই অভিন্ন। এই ঐক্যই দেশের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :