ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতিতে দুর্বল বা ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:২৫ পিএম পিআর পদ্ধতিতে দুর্বল বা ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট কিংবা দুর্বল সরকার তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, এমন হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “পিআর চাওয়ার উদ্দেশ্য দুটি—এক, বেশি আসন নিশ্চিত করা; দুই, দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় যেতে না পারে। কম জনপ্রিয় দলগুলোর জন্যই এই পদ্ধতি লাভজনক।”

তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে—জনপ্রতিনিধি নির্বাচিত হবেন প্রত্যক্ষ ভোটে। তাই জামায়াতসহ যারা পিআরের দাবি তুলছে, তাদের সংবিধান খুলে পড়া উচিত।

জরিপের তথ্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা জানে না। অথচ জামায়াত দাবি করছে, ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে। “এভাবে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না,” মন্তব্য করেন তিনি।

কালের সমাজ // র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!