জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাকে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে আবেদনপত্র পাঠানো হয়েছে কমিশনের সিনিয়র সচিব বরাবর।
আবেদনে এনসিপি শাপলাকে প্রতীক হিসেবে সংরক্ষণের আইনগত ও প্রযোজ্য দিক তুলে ধরেছে। পাশাপাশি কমিশনের পূর্ববর্তী ব্যাখ্যার বিপক্ষে দলটি যুক্তি উপস্থাপন করেছে।
এনসিপির বক্তব্য, গত ২২ জুন তারা নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং শাপলাকে প্রতীক হিসেবে সংরক্ষণের জন্য আবেদন জানায়। এরপর সারাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে চিনতে শুরু করে। জুলাই মাসে দলটির পদযাত্রায় জনগণ খাল-বিল-জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে অংশগ্রহণ করেছিল।
কিন্তু ৯ জুলাই নির্বাচন কমিশন শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয়। এর বিরুদ্ধে ১৩ জুলাই এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দলের পক্ষ থেকে বলা হয়, শাপলাকে জাতীয় প্রতীক হিসেবে উল্লেখ করার পর কমিশনের ব্যাখ্যা আইনানুগ নয় এবং এ সিদ্ধান্ত গ্রহণের কোনো আইনি ভিত্তি নেই।
এনসিপি এখন আশা করছে, নির্বাচন কমিশন তাদের আবেদন বিবেচনা করে শাপলাকে দলের নির্বাচনী প্রতীক হিসেবে স্বীকৃতি দেবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :