ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

চীনসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা আমাদের উদ্দেশ্য: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:২৩ পিএম চীনসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা আমাদের উদ্দেশ্য: জামায়াত আমির

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চীনসহ সকল প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রক্ষা করা তাদের নীতি। তিনি বলেন, চীন ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী এবং উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ও সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চীনের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ডা. শফিকুর রহমান এসব মন্তব্য করেন। বৈঠকে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠকের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ডা. শফিকুর রহমান বৈঠকে বলেন, “বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়াতে চায় এবং অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে চীনের সঙ্গে যৌথ উন্নয়ন ও সহযোগিতা করবে। আমরা শাসক হতে চাই না, আমরা সেবক হিসেবে কাজ করব। দেশব্যাপী সবাই সমতার ভিত্তিতে অধিকার ভোগ করবে।”

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতের নেতৃবৃন্দ বৈঠকে অতীতকালের সরকারি জুলুম-অত্যাচার ও নেতাদের কারাবন্দি থাকার ঘটনা চীনা প্রতিনিধিদের অবহিত করেছেন। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের বিদায়, তবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর বিষয়ও আলোচনা হয়েছে।

জামায়াত সবসময় গণতন্ত্রে বিশ্বাসী একটি নির্বাচনী দল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং প্রত্যেক পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।”

উল্লেখযোগ্যভাবে, বৈঠকে বিশ্বের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিন, গাজা, সিরিয়া, ইরাক, মিয়ানমার ও ইউক্রেন-রাশিয়ার সংঘাত এবং চীনের ভূমিকার সম্ভাব্য অবদান নিয়েও আলোচনা হয়েছে।

ডা. শফিকুর রহমান ও দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে চীনের সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।

কালের সমাজ // র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!