ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

লামায় ৫ হাজার ইয়াবাসহ চারজন আটক, তিনজন রোহিঙ্গা

জেলা প্রতিনিধি, বান্দরবান | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৪৫ পিএম লামায় ৫ হাজার ইয়াবাসহ চারজন আটক, তিনজন রোহিঙ্গা

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন রোহিঙ্গা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হায়দারনাশী এলাকায় হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়ার বাসিন্দা মো. মুরাদের ছেলে মো. হাসান (২৭) ও তার স্ত্রী ইয়াছমিন আরা (২৪), মো. কাশেমের স্ত্রী খতিজা বেগম (৫৫) এবং মো. রফিকের স্ত্রী শাহানু আক্তার (৩৫)।

পুলিশ জানায়, অভিযানে মোট ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১১/২৫ইং)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!