জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা সম্প্রতি প্রকাশ করেছেন তার নতুন গান ‘নীরবে’। গানটি এসেছে তরুণ সংগীত পরিচালক হৃদয় হাসিনের বিশেষ প্রজেক্ট ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’-এর প্রথম গান হিসেবে। গানটির কথা লিখেছেন সৈয়দা হেমা এবং সুর ও সংগীতায়োজন করেছেন হাসিন নিজেই।
গান নিয়ে কনা বলেন, “নব্বই দশকের ব্যান্ড সংগীতের এক বিশেষ আবহ রয়েছে এতে, যা আমার ভীষণ পছন্দের। কথাগুলোও দারুণভাবে লেখা। হাসিনের কাজ আমি সবসময়ই ভালোবাসি। তাই আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”
অন্যদিকে হৃদয় হাসিন জানান, কনাকে মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, “কনা আপু আমার প্রিয় শিল্পীদের একজন। তাই রেট্রো-ক্লাসিক ধাঁচের এই গানটি তার জন্যই করা। আশা করি শ্রোতারা গানটিকে ভালোভাবে গ্রহণ করবেন।”
প্রকল্পটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও জানান, বহুদিনের স্বপ্ন থেকে শুরু হওয়া এই উদ্যোগের প্রথম সিজনে কনার পাশাপাশি গেয়েছেন শিল্পী লিজা ও নদী। প্রতিটি গানেই ভিন্নধর্মী আয়োজন থাকছে, যাতে শ্রোতারা পান নতুন অভিজ্ঞতা।
‘নীরবে’ গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে হৃদয় হাসিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে প্রথম সিজনের অন্যান্য গানও প্রকাশ করা হবে একই চ্যানেল থেকে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :