খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
ঘটনার সময় বাজারের কয়েকটি দোকান এবং পাশের বসতঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের অধিকাংশই পাহাড়ি সম্প্রদায়ের। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত এই বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আগে ‘জুম্ম ছাত্র জনতা’ ১৪৪ ধারা কার্যকর থাকা সত্ত্বেও সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সড়ক খালি করার অনুরোধ করলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে গুলির শব্দ শোনা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পর গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :