ভিক্ষুকদের শুধু অল্প কিছু টাকা দিয়ে সাময়িক সাহায্য নয়, বরং তাদের স্থায়ী পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ করা হয়। এ সময় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছয়জন ভিক্ষুকের হাতে ছাগল তুলে দেন। আয়োজকরা জানান, এ কর্মসূচি ধাপে ধাপে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমানসহ সমাজকল্যাণ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
ছাগল পেয়ে আনন্দে ভিক্ষুকরা জানান, এতদিন শুধু ভিক্ষার ওপর নির্ভর করেই তাদের জীবন চলতো। প্রতিদিন শহরে হেঁটে হেঁটে হাত পেতে যা পাওয়া যেত, তা দিয়েই সংসার চালাতে হতো। কিন্তু আজকের এই উদ্যোগ তাদের নতুন আশা জাগিয়েছে। তারা বলেন, “বিনামূল্যে পাওয়া এই ছাগল আমাদের ভবিষ্যতের সম্পদ হবে। এটিকে লালন-পালন করে আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :