ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে - সেলিমুজ্জামান সেলিম

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:০৬ পিএম বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে - সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক গাজীর ভুঁই ইসলামি মহাসম্মেলনের জুম্মার নামাজে অংশগ্রহণ করেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন।

শুক্রবার(১৬ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের মোল্লাদী সম্মেলন প্রাঙ্গণে আয়োজিত জুম্মার নামাজে স্থানীয় মুসল্লিদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় শেষে তিনি বলেন, ইসলামের শিক্ষা আমাদের মানবতার কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে রায় দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত গণতন্ত্র ও উন্নয়ন সম্ভব নয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

 

 

Side banner
Link copied!