ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

বয়কটের আঁচ লাগল ক্রিকেটের গায়ে, বিপিএলে টসই হয়নি

ক্রীড়া প্রতিবেদক | জানুয়ারি ১৫, ২০২৬, ০১:৫৬ পিএম বয়কটের আঁচ লাগল ক্রিকেটের গায়ে, বিপিএলে টসই হয়নি
মাঠে থাকার কথা ক্রিকেটারদের, তবে বয়কটের কারণে তারা নেই। সেন্টার উইকেটের পাশে দেখা মিলল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের

কোয়াব ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল বুধবার। তার প্রভাবে আজ দেশের কোথাও অফিসিয়াল কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। সূচিতে আজ বিপিএল ও ঢাকা ক্রিকেট লিগের ম্যাচ থাকলেও সেসব ম্যাচে টসই হয়নি।

বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটি হওয়ার কথা ছিল। টস হওয়ার কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটে। ম্যাচ শুরুর সময় ছিল দুপুর ১টা। কিন্তু নির্ধারিত সময়ে দুই দলের কেউই মাঠে আসেনি।

এ কারণে টস হয়নি এবং ম্যাচ দেরিতে শুরু হওয়ার শঙ্কা তৈরি হয়। ম্যাচ রেফারি শিপার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘আমরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। কী হচ্ছে আমরা জানি না। বিপিএলের টেকনিক্যাল কমিটি এ বিষয়ে ভালো বলতে পারবে।’

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা ক্রিকেট লিগের ম্যাচও শুরু হয়নি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যে ক্রিকেটার ধর্মঘটের হুমকি দিয়েছিল, সেটি কার্যকর হতে শুরু করেছে। এর প্রভাব পড়ে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে।

এই পরিস্থিতিতে বিপিএলের ঢাকা পর্ব এবং আসরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!