ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

স্পোর্টস ডেস্ক | জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:৪৯ পিএম অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ক্রিকেটারদের চলমান বয়কটের প্রেক্ষিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দিনের দুটি খেলা হয়নি। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়রসের সিলেট টাইটানসের সঙ্গে খেলার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। এ ছাড়াও দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচও মাঠে গড়ানো হয়নি।

 

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বুধবার রাতের খেলা বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলেও পরিচালক পদে বহাল থাকায় ক্রিকেটাররা মাঠে নামেননি। তারা জানিয়েছে, নাজমুল যদি পুরোপুরি পদত্যাগ না করেন, তাহলে খেলোয়াড়রা মাঠে নামবেন না।

 

দু’টি দলের ক্রিকেটার মাঠে না আসায় টসের সময় খেলার অফিসিয়াল ও ধারাভাষ্যকাররা উপস্থিত ছিলেন, কিন্তু কোনো খেলার প্রস্তুতি দেখা যায়নি। মাঠের সীমানাদড়ি সরিয়ে ফেলা হয়েছে এবং পিচ ঢেকে দেওয়া হয়েছে।

 

শেষ পর্যন্ত ক্রিকেটারদের বয়কট ও পরিস্থিতি বিবেচনা করে বিসিবি বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে। বোর্ড জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী খেলার সূচি ও করণীয় বিষয়ে পুনরায় সিদ্ধান্ত জানানো হবে।

Side banner
Link copied!