ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৬ পিএম এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, দলটির প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আপিলে দুইজনের মনোনয়ন বাতিল হলেও বাকি ২৬৮ জন প্রার্থী সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের সবাইকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ বাস্তবায়ন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। এ লক্ষ্য থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসলামপন্থি জনতার প্রত্যাশার সঙ্গে প্রতারণা করা তাদের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে জোটের ভেতরে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তাতে ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় দলীয় আদর্শ ও কর্মী-সমর্থকদের প্রত্যাশা রক্ষার জন্যই এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বড় রাজনৈতিক শক্তি হলেও ইসলামী আন্দোলন আদর্শিক ও নৈতিক দিক থেকে কারও চেয়ে পিছিয়ে নয়। ইসলামী রাষ্ট্রব্যবস্থা ও ইসলামী আইনের প্রশ্নে অবস্থান স্পষ্ট না থাকলে ইসলামের পক্ষে কাজ করা মানুষের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, সামনে পথ সহজ না হলেও ইসলামী আন্দোলন নীতি ও আদর্শের রাজনীতি থেকে সরে আসবে না এবং নির্বাচনের মাঠে থেকে জনগণের কাছে তাদের অবস্থান তুলে ধরবে।

Side banner
Link copied!